সংগীত পরিচালক ফরিদ আহমেদ মারা গেছেন
অনলাইন ডেস্কঃ টানা ২০ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন দেশের অন্যতম সংগীত পরিচালক ফরিদ আহমেদ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
খবরটি নিশ্চিত করেছেন ফরিদ আহমেদ পরিবারের ঘনিষ্ঠজন গীতিকবি ফরিদা ফারহানা।
১১ এপ্রিল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন বরেণ্য এই সুরকার।
তারও আগে মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনা পজিটিভ ফল পান ফরিদ আহমেদ। অবস্থার খানিক অবনতি হলে ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এই সংগীত পরিচালককে। এরমধ্যে স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোনও উন্নতি হয়নি।
চিকিৎসকরা জানান, ফুসফুসের ৬০ ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে করোনাভাইরাসের দাপটে। সঙ্গে ছিলো ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা।
অনেক কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ। লিটন অধিকারী রিন্টুর লেখা ও কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’ গানে সুর করে প্রথম প্রশংসিত হন ফরিদ আহমেদ। এরপর থেকে অসংখ্য গান সৃষ্টি করেছেন তিনি। নাটক-সিনেমার আবহসংগীতকার হিসেবেও তার অবদান অনেক।
ফরিদ আহমেদের সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘মনেরই রাগ অনুরাগ’, রুনা লায়লার ‘ফেরারী সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’, চ্যানেল আইয়ের ‘আজ জন্মদিন’, ‘ক্ষুদে গানরাজ’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহিনে’ প্রভৃতি।
২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।
মিউজিক কম্পোজার্স সোসাইটি এবং রেশ ফাউন্ডেশন নামের আলাদা দুটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবেও নিবিড় দায়িত্ব পালন করে আসছিলেন সংগীতপ্রাণ ফরিদ আহমেদ।
সূত্র : বাংলা ট্রিবিউন
|
অনলাইন ডেস্কঃ টানা ২০ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন দেশের অন্যতম সংগীত পরিচালক ফরিদ আহমেদ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
খবরটি নিশ্চিত করেছেন ফরিদ আহমেদ পরিবারের ঘনিষ্ঠজন গীতিকবি ফরিদা ফারহানা।
১১ এপ্রিল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন বরেণ্য এই সুরকার।
তারও আগে মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনা পজিটিভ ফল পান ফরিদ আহমেদ। অবস্থার খানিক অবনতি হলে ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এই সংগীত পরিচালককে। এরমধ্যে স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোনও উন্নতি হয়নি।
চিকিৎসকরা জানান, ফুসফুসের ৬০ ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে করোনাভাইরাসের দাপটে। সঙ্গে ছিলো ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা।
অনেক কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ। লিটন অধিকারী রিন্টুর লেখা ও কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’ গানে সুর করে প্রথম প্রশংসিত হন ফরিদ আহমেদ। এরপর থেকে অসংখ্য গান সৃষ্টি করেছেন তিনি। নাটক-সিনেমার আবহসংগীতকার হিসেবেও তার অবদান অনেক।
ফরিদ আহমেদের সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘মনেরই রাগ অনুরাগ’, রুনা লায়লার ‘ফেরারী সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’, চ্যানেল আইয়ের ‘আজ জন্মদিন’, ‘ক্ষুদে গানরাজ’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহিনে’ প্রভৃতি।
২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।
মিউজিক কম্পোজার্স সোসাইটি এবং রেশ ফাউন্ডেশন নামের আলাদা দুটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবেও নিবিড় দায়িত্ব পালন করে আসছিলেন সংগীতপ্রাণ ফরিদ আহমেদ।
সূত্র : বাংলা ট্রিবিউন
|
|
|
|
বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন ভারতের প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট। নিজের জন্মদিনের দিন কয়েক পরেই করোনা আক্রান্ত হন আলিয়া৷
এর আগে প্রেমিক রণবীর কাপুর এবং গাঙ্গু বাই কাঠিয়াওয়ালী পরিচালক সঞ্জয় লীলারও করোনা ফলাফল পজেটিভ আসে। ধারণা করা হচ্ছে তাদের সংস্পর্শে গিয়েই আক্রান্ত হয়েছেন তিনি৷
তবে সম্প্রতি নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের জানিয়েছেন আলিয়া। হোম আইসোলশনে থাকা আলিয়া নিজের বেশ কয়েকটি সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
সেখানে ক্যাপশনে লিখে জানান, আপাতত ভালো আছেন নায়িকা৷
আলিয়া লেখেন, `সবাই জানেন আমি করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে। আমি ডাক্তারের কথামতো সকল নিয়ম কানুন মেনে চলছি। আপনাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা প্রার্থনা করুণ আমি যেন তাড়াতাড়ি ইতিবাচক কোন ফলাফল পাই।`
আলিয়ার এই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিনসহ অনেকেই আলিয়ার সুস্থতা কামনা করেন।
|
|
|
|
বিনোদন প্রতিবেদক : দেশের স্বনামধন্য গায়ক তপন চৌধূরী করোনায় আক্রান্ত হয়েছেন৷ গতকাল ৯ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নিজেই এ তথ্য জানিয়েছেন শিল্পী।
তপন চৌধুরী কানাডায় প্রবাস যাপন করলেও গানের টানে, শিল্পের টানে বছরের অনেকটা সময় দেশে ছুটে আসেন। এবারে এই করোনা মহামারির দাপটে পরিবারসহ সবার সুরক্ষার কথা চিন্তা করেই কানাডাতে অবস্থান করছিলেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গাওয়ানোর আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন।
ভেবেছিলেন দেশের এই স্মরণীয় সময়টাতে নিজের গান নিয়ে হাজির থাকবেন মঞ্চে। অথচ দেশে এসে গান গাওয়ার সুযোগ পাননি।
আক্রান্ত হলেন করোনায়৷ অভিমান নিয়ে তিনি জানালন, বর্তমানে বাসায় বসেই করোনা থেকে মুক্তির চিকিৎসা নিচ্ছেন তপন চৌধুরী।
তিনি বলেন, `বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। কানাডায় আমার পরিবার সকলেই চিন্তিত। আমি জানি না কী হবে আমার। আপাতত ভাল আছি। আমার ভক্ত এবং যারা আমার গানকে ভালবাসেন, শ্রদ্ধায় রাখেন তারা দোয়া করবেন।`
|
|
|
|
অনলাইন ডেস্কঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনি করোনাভাইরাসের সঙ্গে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সোমবার হাসপাতালে ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
এর আগে ইন্দ্রমোহন রাজবংশী মহাখালী ও মালিবাগের দুটি হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন বলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর জানিয়েছেন। এরপর তাকে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন।
ইন্দ্রমোহন রাজবংশী ছিলেন লোকগানের শিল্পী ও মুক্তিযোদ্ধা। তিনি ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি ইত্যাদি গান গেয়ে থাকেন। পরবর্তী সময়ে নিজেকে রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ২০১৮ সালে সংগীত বিভাগে একুশে পদক লাভ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
|
|
|
|
বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশে একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কলকাতার সিনেমায় অভিনয় করেও অনেক প্রশংসা ও স্বীকৃতি ঘরে তুলেছেন তিনি। বলিউডের অত্যন্ত সম্মানিত ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি।
২০১৮ সালে ভারতের `অস্কার` খ্যাত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান জয়া। `বিসর্জন` সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন তিনি। তিনি সমালোচক এবং জনপ্রিয়; দুই ক্যাটাগরিতেই `সেরা অভিনেত্রী`র মনোনয়ন পেয়েছিলেন। পরে পুরস্কার জেতেন জনপ্রিয় বিভাগে।
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বলিউডের ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠান। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টালিউডের ফিল্মফেয়ার পুরস্কারের আসর। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমা নিয়ে দেওয়া হবে জয় ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা)-২০২০।
সোমবার প্রকাশ করা হয়েছে মনোনীতদের নাম। এতে দুটি সিনেমার জন্য মনোনয়ন পেয়ে এগিয়ে আছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
তালিকায় আছেন রাইমা সেন (তারিখ), সোহিনী সরকার (ভিঞ্চি দা), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও ঈশা সাহা (সোয়েটার)।
শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে জয়া আহসান মনোনয়ন পেয়েছেন `রবিবার` ও `বিজয়া` সিনেমার জন্য।
মনোনয়নে শ্রেষ্ঠ সিনেমার তালিকায় রয়েছে `গুমনামি`, `কণ্ঠ`, `মিতিন মাসি`, `পরিণীতা`, `সাঁঝবাতি`, `ভিঞ্চি দা`। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মনোনয়নে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবীর চ্যাটার্জি, দেব ও রুদ্রনীল ঘোষ।
আগামী বুধবার (৩১ মার্চ) জয় ফিল্মফেয়ার পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।
|
|
|
|
অনলাইন ডেস্ক : বিয়ে করেছেন তারকা দম্পতি মৌসুমী-ওমর সানীর একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন। তার স্ত্রীর নাম সাদিয়া রহমান আয়েশা। সোশ্যাল মিডিয়ায় নববধূর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন ফারদিন। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় সেগুলো ভাইরাল হয়েছে।
স্বাধীনের ফেসবুক সূত্রে জানা গেছে, গেল ২৬ মার্চ সাদিয়া রহমান আয়েশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এছাড়াও নিজের ফেসবুকে লাইভ ইভেন্টসে বিয়ের বিষয়টি যুক্ত করেছেন তিনি।
স্বাধীনের বউ সাদিয়া রহমান আয়েশা কানাডা প্রবাসী হলেও জন্মসূত্রে বাংলাদেশি। বাড়ি কুমিল্লায়। কানাডাতেই পড়াশোনা করেছেন, বেড়ে উঠেছেন। কয়েক মাস আগে স্বাধীনের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয় থেকে বন্ধুত্ব, ভালো লাগা। সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের অলোচনায় ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ।
|
|
|
|
বিনোদন প্রতিবেদক : আজ ২২ মার্চ বিশ্ব মূকাভিনয় দিবস। সর্বকালের সেরা মূকাভিনেতা হিসেবে স্বীকৃত মার্সেল মার্সোর জন্মদিনকে সারা বিশ্বে আন্তর্জাতিক মূকাভিনয় দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বখ্যাত এই শিল্পী ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্টার্সবুর্গ শহরে জন্মগ্রহণ করেন।
বিংশ শতাব্দীর আধুনিক মূকাভিনয় চর্চা এবং মার্সোর নাম সমার্থক হয়ে ওঠায় তার প্রয়াণের পরে এ দিনটিকেই আন্তর্জাতিকভাবে ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ হিসেবে পালন করা হয়।
২০০৭ সালের ২২ সেপ্টেম্বর ৮৪ বছর বয়সে মার্সেল মার্সোর জীবনাবসান ঘটে।
অনেক দেরিতে হলেও এই শিল্পটি বাংলাদেশে এখন আলোর মুখ দেখছে। পার্থ প্রতিম মজুমদারে হাত ধরে দেশে এই শিল্পটির আগমন ঘটে, তিনি ফ্রান্সে প্রবাসী হলে পরবর্তীতে পর্যায়ক্রমে কাজী মশহুরুল হুদা, জিল্লুর রহমান জন, রটি, মিঠু এদের হাত ধরে বাংলাদেশের মূকাভিনয় এগুতে থাকে।
কিন্তু তারাও প্রবাসী হলে দেশে শিল্পটির ধারাবাহিক চর্চা ব্যাহত হয়। গত শতকের শেষের দিকে এসে বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসে এই শিল্পটি। নতুন শতকের শূন্য দশকের শুরুতে এসে শিল্পটির প্রেমে পরেন তরুণ প্রজন্মের নিথর মাহবুব। তিনি তার অক্লান্ত পরিশ্রম আর চেষ্টায় নতুন প্রজন্মের সঙ্গে দেশের গুণী প্রবাসী মূকাভিনয় শিল্পীদের মেলবন্ধন তৈরি করেন।
গুণী সব শিল্পীদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করে হয়ে উঠেন দেশের অন্যতম মূকাভিনয় শিল্পী, খ্যাতি লাভ করেন মূকাকু হিসেবে। তার একের পর এক মূকাভিনয় কর্মশালা পরিচালনা আর নান্দনিক কাজের সুবাদে সমৃদ্ধ হতে থাকে দেশের মূকাভিনয় শিল্প, এবং গত দশকে এসে বাংলাদেশেও জনপ্রিয় হঠে ওঠে নান্দনিক এই শিল্পটি।
নিথর মাহবুব মূকাভিনয়ে প্রাথমিক জ্ঞান লাভ করেন নাট্যজন জাহিদ রিপনের কাছে।
নিথর মাহবুব ২০০৮ সাল থেকে ঢাকায় মাইম আর্ট নামে একটি মূকাভিনয় দল পরিচালনা করে আসছেন। এই দলের মাধ্যমে তৈরি হয়েছে তরুণ প্রজন্মের বেশ কিছু দক্ষ মূকাভিনয় শিল্পী। তাদের মধ্যে বর্তমানে এই দলের হয়ে কাজ করছেন- ফয়সাল, টুটুল, শুভ, রিপন, শুধাংশু, অনিক, সবুজ প্রমুখ।
এছাড়াও গত এক যুগে সারা দেশে নিয়মিত মূকাভিনয় নিয়ে কাজ করছে এমন অনেক দল তৈরি হয়েছে এবং নতুন উদ্যমে কাজ শুরু করছে মাইমের বেশকিছু পুরনো সংগঠনও। এসব দলে রয়েছে তরুণ প্রজন্মের বেশ কিছু প্রতিভাবান সম্ভাবনাময়ী মূকাভিনয় শিল্পীও। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সবুজ, মীর লোকমান, মাহবুব আলম, শহিদুল বশর মুরাদ, মাইম হাসান, মৌসুমী মৌ প্রমুখ।
এছাড়া অনেক সিনিয়র মূকাভিনয় শিল্পীরাও এসব দলের হয়ে নিয়মিত মূকাভিনয় চর্চা করছেন। তাদের মধ্যে অন্যতম, জাহিদ রিপন, রঙ্গন আহমেদ, শহীদুল হাসান শামীম, রিজোয়ান রাজন, নাদেজদা ফারজানা মৌসুমী প্রমুখ।
|
|
|
|
অনলাইন ডেস্ক: প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ-এর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। তাকে আইসিইউতে নেয়া হয়েছে। রোববার রাত সোয়া ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।
গত ১০ই মার্চ কাজী হায়াত স্ত্রীসহ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। এদিকে বাবা-মা করোনা আক্রান্ত শুনে যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে এসেছেন কাজী মারুফ।
চিত্রনায়ক কাজী মারুফ বলেন, বাবার শারীরিক অবস্থা এই ভালো, এই খারাপ। আজকে ওনার শরীরটা বেশি খারাপ। অক্সিজেন ২০ লিটার লাগছে। আগে এর চেয়ে কম লেগেছিল। মেডিসিনও চলছে।
দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইছি, তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তিনি আরও জানান, তার মাও করোনা আক্রান্ত, কিন্তু এখন ভালো আছেন। তিনিও হাসপাতালে রয়েছেন।
|
|
|
|
বিশেষ সংবাদদাতা : ২৪ মার্চ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাচন। তবে সেই নির্বাচনে ভোটের লড়াই হচ্ছে না। একটি প্যানেল জমা পড়েছে, নির্বাহী কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায়।
নির্বাচন আছে কিন্তু ভোট নেই-ক্রীড়া ফেডারেশনের নির্বাচনে এটা নিয়মিত ঘটনা। তবে নতুন খবর হলো, কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য হতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
একক যে প্যানেল জমা পড়েছে, সেখানে সদস্য হিসেবে আছে সময়ের আলোচিত এই নায়িকার নাম। নির্বাচনে অংশ নিতে হলে ভোটার (কাউন্সিলর) হওয়া বাধ্যতামূলক। অপু বিশ্বাস কাউন্সিলর হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায়। জাতীয় ক্রীড়া পরিষদের ৫ কাউন্সিলরের মধ্যে আছেন অপু বিশ্বাস।
২৫ সদস্যের কমিটিতে সভাপতি সরকার মনোনীত। নির্বাচন হয় ২৪ পদে। এই কমিটিতে একমাত্র নারী সদস্য অপু বিশ্বাস।
১১ মার্চ ছিল মনোনায়নপত্র দাখিলের দিন। ওই দিন ২৪ পদের বিপরীতে ২৪ টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৪ মার্চ মনোনায়নপত্র বাছাইয়ে টিকে গেছেন সবাই।
এখন ২১ মার্চ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সবার নামই থাকবে চূড়ান্ত প্রার্থী তালিকায়। ৯ বছর পর হতে যাওয়া কাবাডির নির্বাচনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন।
|
|
|
|
অনলাইন ডেস্ক: সোমবার ঘোষণা করা হয়েছে অস্কারের চূড়ান্ত মনোনয়ন। এবারের অস্কারে ‘সাউন্ড অব মেটাল’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন রিজ আহমেদ।
মনোনয়ন পেয়ে রিজ আহমেদ বলেন, ‘কেউ ভাবতে পারেন প্রথম মুসলিম হিসেবে, কেউ ভাবতে পারেন ব্রিটিশ পাকিস্তানি হিসেবে, কেউ কেউ বলতে পারেন লন্ডনের ওয়েম্বলির প্রথম মানুষ, এগুলো আসলে আমার কাছে কোনো বিষয় না। আসল বিষয় হলো সেলিব্রেশন।’
রিজ আহমেদ জানান, তিনি খুশি হবেন যদি ভবিষ্যতে তার মতো আরও অনেকে এমন সুযোগ পান।
সেরা অভিনেতা বিভাগে এই প্রথম কোনো মুসলিম অভিনেতা মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৭ সালে সেরা সহ অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে প্রথম মুসলিম হিসেবে অস্কার জিতে নিয়েছেন মাহেরশালা আলি। এরপর ২০১৯ সালে ‘গ্রিন বুক’ সিনেমার জন্য একই বিভাগে আরও একটি অস্কার জিতেছেন অভিনেতা।
রিজ আহমেদ প্রথম মুসলিম ও প্রথম এশিয়ান হিসেবে ২০১৭ সালে এমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। ‘দ্য নাইট অব’ ছবির জন্য পুরস্কার জিতেছেন ৩৮ বছর বয়সী এই ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতা।
এবছর অস্কারের সেরা অভিনেতা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন দুইজন এশিয়ান। রিজ আহমেদ ছাড়াও মনোনয়ন পেয়েছেন স্টিভেন ইয়ুন (মিনারি)। এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্টনি হপকিংস (দ্য ফাদার) ও গ্যারি ওল্ডম্যান (ম্যাংক)।
আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
|
|
|
|
অনলাইন ডেস্ক: করোনায় আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে সিঙ্গাপুরে নিভৃতাবাসে রয়েছেন তিনি বলেই জানা গিয়েছে। সোমবার রাতেই নিজের সোশ্যাল মাধ্যমে একথা জানিয়েছেন ঋতুপর্ণা।
অভিনেত্রী জানিয়েছেন, করোনায় (Covid-19) আক্রান্ত হলেও তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত ভালই রয়েছে। কোনওরকম কোভিড উপসর্গ নেই তাঁর। চিকিৎসকের পরামর্শ মেনেই হোম আইসোলেশনে রয়েছেন। ওষুধ খাচ্ছেন। পাশাপাশি সমস্তরকম সুরক্ষাবিধিই মেনে চলছেন।
ঋতুপর্ণার মন্তব্য, “আমি আপাতত সিঙ্গাপুরের এক রিকভারি সেন্টারে আইসোলেশনে রয়েছি। চিন্তার কোনও কারণ নেই। আমার পরিবার এবং বাড়ির সব কর্মীরাও সুরক্ষিত রয়েছেন। সবাই সুস্থ থাকবেন। আপনাদের প্রার্থনা এবং শুভকামনার জন্য অনুরাগীদের অসংখ্য ধন্যবাদ।” তবে কীভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত সংক্রামিত হলেন? সেই প্রশ্ন তো আসেই। উল্লেখ্য, উত্তরাখণ্ড থেকে ‘অন্তর্দৃষ্টি’র শুটিং শেষ করে ফিরে আবার কলকাতা এবং শহরতলীতে পরিচালক রঞ্জন ঘোষের ‘মহিষাসুরমর্দিনীর কাজ করছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ওদিকে, ভ্যাকসিন বেরলেও করোনার দাপট এখনও কমেনি। তবে, সেটে যাবতীয় সুরক্ষাবিধি মানা হয়েছিল। ফলে, সেখান থেকে সংক্রামিত হওয়ার কোনও সুযোগই নেই। ঘনিষ্ঠ মহলের অনুমান, সিঙ্গাপুরে বিমানে যাতায়াতের সময়ই কোনওভাবে তাঁর শরীরে করোনা ভাইরাস বাসা বাঁধে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ঋতুপর্ণার ‘অন্তর্দৃষ্টি’ সহ-অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে আপাতত তিনি সুস্থ হয়ে উঠেছেন। উল্লেখ্য, দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসলেও শুটিংয়ের কাজ শুরু হয়েছে নতুন করে। বলিউড থেকে শুরু করে টলিউডেও প্রায় নিত্যদিনই কোনও না কোনও শিল্পীর শরীরে করোনার উপরস্থিতি ধরা পড়ছে। দিন কয়েক আগেই জানা গিয়েছিল যে, রণবীর কাপুর, সঞ্জয় লীলা বনশালি কোভিড পজিটিভ। এরপর তারা সুতারিয়ার শরীরেও করোনার উপস্থিতি ধরা পড়ে। এবার টলিউডে প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের শরীরেরও থাবা বসাল করোনা।
|
|
|
|
অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একঝাঁক টলি তারকাদের টিকিট দিয়েছিল তৃণমূল। এবার সেই পথেই হাঁটলো বিজেপি।
যশ দাশগুপ্ত, অঞ্জনা বসু, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকারদের মতো তারকাদের দলে নিয়েছিল বিজেপি। প্রশ্ন ছিল, পর্দার তারকাদের কি প্রার্থী করবে তারা? রাজনৈতিক সচেতন মহল মনে করেছিল, এক্ষেত্রেও তৃণমূলের পথই ধরবে বিজেপি। সে কথাই সত্যি হলো।
আর তাতেই সরব হলেন টলিগঞ্জের ‘ঠোঁটকাটা ব্যক্তিত্ব’ হিসেবে পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
একুশের বিধানসভা ভোটে জোর গলায় বাম দলের হয়ে প্রচার চালাচ্ছেন শ্রীলেখা। জনসভা থেকে ব্রিগেডের ময়দান, সব জায়গাতেই তিনি আছেন। আর তাইতো টলি তারকাদের মুড়িমুড়কির মতো রাজনীতিতে যোগ দেওয়ার বিষয় নিয়ে সোমবার (১৫ মার্চ) নিজের ফেসবুক পেজ থেকে বিস্ফোরক পোস্ট লেখেন অভিনেত্রী।
পোস্টে শ্রীলেখা লিখেছেন যে, ‘শুনলাম এক টলি তারকাকে দলে যোগ দেওয়ানোর জন্য ৭ কোটি টাকা দিয়েছে বিজেপি’। যদিও কোন তারকার নাম করেননি শ্রীলেখা। কিন্তু শ্রীলেখার এই পোস্টের প্রেক্ষিতে সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া একঝাঁক টলি তারকাদের উপর আঙুল উঠেছে।
এদিকে শ্রীলেখার এই পোস্ট দেখে নড়চড়ে বসেন তার বন্ধু তালিকায় থাকা বিজেপি নেত্রী রিমঝিম মিত্র। তিনি শ্রীলেখার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েন, কাকে দিয়েছে? জবাবে শ্রীলেখা জানান- প্রমাণ হাতে পেলে নাম নিশ্চয় তিনি জানাবেন।
ছেড়ে দেওয়ার পাত্রী নন রিমঝিমও। তিনি পাল্টা কিছুটা হুমকির সুরে বলেন, ‘নাম ও প্রমাণ অবশ্যই বলো, না হলে পার্টি কিন্তু আইনি পথে হাঁটবে’। রিমঝিমের এই মন্তব্য শুনে শ্রীলেখা প্রতিউত্তরে বলে বসেন, ‘যাক জেলে পাঠাক…জেলেই তো পাঠাবে, আমায় কিনতে তো আর পারেনি, কী করবে বলো?’
টলিগঞ্জে পালাবদলের হাওয়া টলাতে পারেনি শ্রীলেখাকে। বর্তমানে দলবদলের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বারবার আক্রমণ করেছেন টলি তারকাদের দল পালটানোর ভাবনাকে।
|
|
|
|
অনলাইন ডেস্ক: সময়ের সাথে সাথে বাড়ছে ৯৩ তম একাডেমি পুরস্কার (অস্কার) নিয়ে বিশ্বব্যাপী সিনেপ্রেমীদের আগ্রহ। আর সেই আগ্রহ যেন আরো কিছুটা বাড়িয়ে দিলো চূড়ান্ত মনোনয়নের তালিকা।
সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি। আর সেখানেই অপেক্ষা করছিলো নতুন এক ইতিহাসের।
হ্যাঁ, অস্কারের ৯৩ বছরের ইতিহাসে প্রথমবার ‘সেরা নির্মাতা’ বিভাগে চূড়ান্ত মনোনয়নে ঠাঁই করে নিলেন দুই নারী নির্মাতা। তারা হলেন ‘নোম্যাডল্যান্ড’ নির্মাতা কোল ঝাও ও ‘প্রমিজিং ইয়ং ওম্যান’ নির্মাতা এমেরাল্ড ফেনেল।
সেরা নির্মাতা বিভাগে এই দুই পরিচালক ছাড়াও আছেন আরো তিন নির্মাতা। তারা হলেন অ্যানাদার রাউন্ড এর জন্য থমাস ভিনটারবার্গ, মাঙ্ক এর জন্য ডেভিড ফিঞ্চার এবং মিনারির জন্য লি আইজ্যাক চাং।
চূড়ান্ত মনোনয়নে এবার সর্বোচ্চ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘গন গার্ল’ খ্যাত নির্মাতা ডেভিড ফিঞ্চারের বহুল আলোচিত ছবি ‘মাঙ্ক’। নেটফ্লিক্সের এই ছবিটি সেরা নির্মাতা, সেরা ছবি ও সেরা অভিনেতা বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে।
এছাড়া সেরা ছবি হিসেবে মাঙ্ক ছাড়াও এবছর চূড়ান্ত মনোনয়ন পেয়েছে আরো সাতটি ছবি। এরমধ্যে আছে দ্য ফাদার, জুডাস এন্ড ব্ল্যাক মসিহ, মিনারি, নোম্যাডল্যান্ড, প্রমিজিং ইয়ং ওমেন, সাউন্ড অব মেটাল এবং দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭।
‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে পাঁচটি দেশের সিনেমা। ছবিগুলো হলো ডেনমার্কের ‘অ্যানাদার রাউন্ড’, হংকংয়ের ‘বেটার ডে’স’, রোমানিয়ার ‘কালেকটিভ’, তিউনিশিয়ার ‘দ্য ম্যান হু সোল্ড হিস স্কিন’ এবং বসনিয়া হার্জেগোভেনিয়ার ‘কো ভাদিস , আইদা’।
সাধারণত ফেব্রুয়ারির শুরুতেই বসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় পুরস্কারের আসর। তবে করোনা মহামারির কারণে পিছিয়ে এ বছর ২৬ এপ্রিল বসবে অস্কারের আসর।
|
|
|
|
অনলাইন ডেস্ক: হঠাৎ করে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান। জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আইসিউতে নেয়া হয়েছে বলে জানা যায়।
অভিনেতার ভাতিজি রুম্পা গণমাধ্যমে জানান, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিতই চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শনিবার সকালে ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়।
এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নায়কের ভাআতিজি আসমা পাঠান রুম্পা।
এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। এরপর করোনায়ও আক্রান্ত হয়েছিলেন।
|
|
|
|
অনলাইন ডেস্ক: দুই দেশের রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য বায়োপিক ‘বঙ্গবন্ধু’-ও। আর এ ছবির জন্য মুম্বাইতে বানানো হয়েছে ধানমন্ডী ৩২ নম্বর বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ী আদলে নতুন বাড়ী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষ্যে চলছে নানা তোড়জোড় ও আয়োজন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
নির্মাতা শ্যাম বেনেগাল চেষ্টা করছেন, ২৬ মার্চের আগেই মুম্বাইয়ে চলা শুটিং শেষ করতে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশেষ প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে।
চলচ্চিত্রটির শুটিং শুরুর কথা ছিল বেশ আগেই। কিন্তু বাদ সেধেছিল করোনা। পরিস্থিতি একটু ভালো হতেই মুম্বাই ফিল্ম সিটিতে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন এর পরিচালক শ্যাম বেনেগাল।
৯ মার্চ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ৮৬ বছর বয়সী এই বিখ্যাত নির্মাতাকে শুটিং ফ্লোরে পাওয়া গেল আগের মতোই সক্রিয়। বিশাল সেটের প্রতিটি খুঁটিনাটি তার নজরে। মুম্বাইয়ে বঙ্গবন্ধুর জীবনের প্রথমদিকের ঘটনা এবং ঘরোয়া বিষয়গুলি ক্যামেরায় ধরে রাখতে ব্যস্ত ছিলেন তিনি। সে অনুযায়ী সাজানো হয়েছে সেট।
মুম্বাইয়ের এই সেটে বসানো হয়েছে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু জাদুঘর’ আদলের ঐতিহাসিক বাড়ি। ভেতরের একটি দৃশ্যে দেখা যাবে, ১৯৭০-এর গোড়ার কথা। খাওয়ার টেবিলে শেখ মুজিবুর রহমান। তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা ভাত বেড়ে দিচ্ছেন। কিন্তু বঙ্গবন্ধু খাচ্ছেন না, তার মনখারাপ। উনার মনে পড়ছে ১৯৪৩ সালের দুর্ভিক্ষের কথা। তাই তিনি বেশ উদাস।
মনিটরে চোখ রেখে বসেছিলেন পরিচালক শ্যাম বেনেগাল। চেঁচিয়ে বললেন, ‘কাট’। মুম্বাইয় ফিল্ম সিটির সেটে এভাবেই উঠে আসছে বঙ্গবন্ধুর জীবনের টুকরো ছবি।
বেনেগালের লক্ষ্য, ২৬ মার্চের মধ্যে মুম্বাইয়ের অংশের শুটিং শেষ করে ফেলা। এর পরের কাজটি হবে বাংলাদেশে। নির্মাতা বলেন, যুদ্ধের দৃশ্য আর জনসমাবেশের শুটিং হবে বাংলাদেশে। সেখানকার কাজও যথেষ্ট চ্যালেঞ্জিং।
শেখ মুজিবুর রহমান যে বিশাল ও ঐতিহাসিক জনসভাগুলি করেছেন, সেটা অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে চলচ্চিত্রটিতে তুলে ধরা হবে। বিষয়টি যে খুব একটা সহজ নয়, এটা মানছেন অনেকেই। তবে বেনেগাল এর আগে গান্ধী, সুভাষচন্দ্র, নেহরুকে নিয়ে সিনেমা করেছেন। তাই তার কাছেই প্রত্যাশা করেছে দুই দেশ।
চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। এছাড়া তাজউদ্দীন আহমেদ রিয়াজ আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।
ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি হতে যাচ্ছে এ পর্যন্ত সবচেয়ে বড় ক্যানভাসের কাজ।
|
|
|
|
অনলাইন ডেস্কঃ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা সিনেমার এক সময়ের ব্যস্ত চিত্রনায়ক শাহীন আলম। সোমবার (৮ মার্চ) রাত ১০টা ৫ মিনিটে মারা যান তিনি। গত শনিবার (৬ মার্চ) থেকে রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এ অভিনেতা।
শাহীন আলমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এর আগে সন্ধ্যায় তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছিলেন জায়েদ খান।
এর আগে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করে ওমর সানী লেখেন, শাহীন আলম আমার বন্ধু। একসাথে পথচলা, অভিনয়ে ও অসাধারণ। দীর্ঘসময় ধরে চলচ্চিত্রে কাজ করছে না। কিছুদিন আগে কিডনিজনিত সমস্যায় ওকে দেখতে গিয়েছিলাম। পরে শুনলাম ওর কিডনি দুটিই বিকল, ডায়ালাইসিস করছে বেশ কিছুদিন যাবত। গতকাল (৭ মার্চ) ওর ছেলে ফোন দিয়েছিল। শুধু বলল, আঙ্কেল বাবা লাইফ সাপোর্টে, করোনা পজিটিভ। আল্লাহ তুমি সুস্থতা দান করো, বন্ধুকে ফিরিয়ে দাও।
শাহীন আলমের ছেলে ফাহিম জানান, আগে থেকেই তার বাবার কিডনি জটিলতার সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল। ডায়ালাইসিস চলাকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তারপর দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ঢাকায় বেড়ে ওঠা শাহীন আলম শুরুতে মঞ্চে অভিনয় করতেন। ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে ১৯৮৬ সালে সিনেমায় পা রাখেন তিনি। ১৯৯১ সালে শাহীন অভিনীত ‘মায়ের কান্না’ সিনেমাটি মুক্তির পর নজরে আসেন তিনি। একসঙ্গে সাতটি সিনেমায় চুক্তিবদ্ধ হন শাহীন। এরপর দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা।
শাহীন আলম অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘ঘাটের মাঝি’, ‘এক পলকে’, ‘প্রেম দিওয়ানা’, ‘চাঁদাবাজ’, ‘প্রেম প্রতিশোধ’, ‘টাইগার’, ‘রাগ-অনুরাগ’, ‘দাগি সন্তান’, ‘বাঘা-বাঘিনী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আরিফ লায়লা’, ‘আঞ্জুমান’, ‘অজানা শত্রু’, ‘গরিবের সংসার’, ‘দেশদ্রোহী’, ‘আমার মা’, ‘পাগলা বাবুল’, ‘তেজী’, ‘শক্তির লড়াই’, ‘দলপতি’, ‘পাপী সন্তান’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘বিগবস’, ‘বাবা’, ‘বাঘের বাচ্চা’, ‘বিদ্রোহী সালাউদ্দিন’, ‘তেজী পুরুষ’ ইত্যাদি অন্যতম।
|
|
|
|
|
|
|