চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন করোনা হাসপাতালের ৫৯ শতাংশ শয্যাই এখন খালি। হাসপাতালগুলোতে রোগীর ভিড় নেই। হাসপাতালে মাত্র ৪১ শতাংশ শয্যায় রোগী ভর্তি রয়েছে। করোনা আক্রান্ত রোগীরা এখন ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে চট্টগ্রামে করোনার প্রকোপ কমেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তবে কোরবানি ঈদে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামে করোনাভাইরাসের জন্য নির্ধারিত বিভিন্ন হাসপাতালে মোট শয্যা সংখ্যা ৭৬৬টি। তার মধ্যে রোগী ভর্তি আছে ৩২১ জন। খালি রয়েছে ৪৪৫ শয্যা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কভিড-১৯ চিকিৎসায় নির্ধারিত আছে ১৫০ শয্যা। বর্তমানে সেখানে রোগী চিকিৎসাধীন রয়েছে ৮৪ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে শয্যা আছে ২০০টি। বর্তমানে সেখানে রোগী ভর্তি রয়েছে ১৭১ জন। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) হাসপাতালে ৩১ শয্যার করোনা ইউনিট। বর্তমানে রোগী চিকিৎসাধীন রয়েছে ১০ জন। বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ১০০ শয্যার করোনা ইউনিট। তার মধ্যে রোগী চিকিৎসাধীন রয়েছে মাত্র দুজন। হলি ক্রিসেন্ট হাসপাতাল হচ্ছে ১০০ শয্যার। রোগী ভর্তি রয়েছে মাত্র ৯ জন।
অপরদিকে বেসরকারি মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট ৩৪ শয্যার। রোগী চিকিৎসাধীন রয়েছে ২৬ জন। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (ইউএসটিসি) ১০০ শয্যার হলেও হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযোজনের কাজের প্রয়োজনে বর্তমানে সাময়িকভাবে ৫০ শয্যার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এখানে রোগী চিকিৎসাধীন রয়েছে আটজন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বর্তমানে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি হওয়ার মতো জটিল রোগীর সংখ্যা কমে গেছে। হাসপাতালে যাওয়ার মতো হলে রোগীরা ঘরে বসে থাকত না। রোগীরা ঘরে থেকেই এখন চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো বলেন, বর্তমানে চট্টগ্রামে করোনার প্রকোপ কমেছে। তবে কোরবানি ঈদে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯২৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৩ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৮৪ জন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]