আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় মেরিডিয়ান চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর সাড়ে ৫ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এলেও আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরো প্রায় দুই ঘণ্টা সময় লাগে। বেলা ১২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারি পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া জানান, কারখানার ভিতরে থাকা চিপসের প্লাস্টিক প্যাকেটের কারণে আগুন সূত্রপাতের সঙ্গে সঙ্গে ব্যাপক আকার নেয়। আগুন নিয়ন্ত্রণে বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট এবং আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি কাজ করেছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় চিপস ফ্যাক্টরিটি বন্ধ ছিল । তদন্তের আগে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছেনা বলে উল্লেখ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]