মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি চোরাকারবারি এবং বিজিবির ওপর আক্রমণ করেছিল বলে জানিয়েছে বিজিবি।
আজ বৃহস্পতিবার ভোরে কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত বদরুল আলম একই উপজেলার হাজিপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আতর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদুস হাসান বলেন, নিহত তরুণ চোরাকারবারি। তারা একটি দলে ছিল। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা আক্রমণ করে। বিজিবি প্রাণ রক্ষার্থে গুলি করে। এতে ওই তরুণ নিহত হন।
বিজিবির দাবি, উপজেলার আলীনগর সীমান্তের মনু নদীতে নৌকা নিয়ে নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি আটকের সময় চোরাকারবারিদের একটি দল বিজিবির ওপর আক্রমণ করে। এ সময় প্রাণ রক্ষার্থে বিজিবির গুলিতে ঘটনাস্থলেই বদরুল আলম (১৮) নামে এক তরুণ নিহত হন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]