মাত্র ৩৫ ও ৪৯ রুপিতে করোনার ওষুধ মিলছে ভারতের বাজারে!
কভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ফ্যাভিপিরাভির সস্তায় মিলবে ভারতের বাজারে। মঙ্গলবার দেশটির সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানিয়েছে, `তারা শীঘ্রই নিজেদের তৈরি ফ্যাভিপিরাভির-সমৃদ্ধ ওষুধ ভারতের বাজারে বিক্রি শুরু করবে। এই ওষুধটি করোনা চিকিৎসায় ব্যবহৃত হবে।`
বুধবার আরেক ওষুধ প্রস্তুতকারি সংস্থা লিউপিন জানিয়েছে ফ্যাভিপিরাভির ট্যাবলেট তারাও আনছে বাজারে ৷ কম এবং মাঝারি করোনা আক্রান্তদের চিকিৎসায় কার্যকরি এই ওষুধ তারা বাজারে নিয়ে এসেছে বলে জানিয়েছে কম্পানিটি ৷
কভিড-১৯ চিকিৎসায় সান ফার্মা বাজারে আনা ওষুধের নাম `ফ্লুগার্ড`৷ ফ্লুগার্ড (ফ্যাভিপিরাভির ২০০ এমজি) ভারতের বাজারে ৩৫ রুপিতে পাওয়া যাবে প্রতিটি ট্যাবলেট। এটি করোনা ভাইরাসের হাল্কা বা মাঝারি উপসর্গে কাজ দেবে। এই ওষুধটি আসলে জাপানের একটি সংস্থা ইনফ্লুয়েঞ্জার জন্য তৈরি করেছিল। লুপিনের তৈরি ফ্যাভিপিরাভির ট্যাবলেটের দাম ৪৯ রুপি৷ এটার নাম `কোভিহল্ট` (ফ্যাভিপিরাভির ২০০ এমজি)৷ এক পাতায় থাকছে ১০টি ট্যাবলেট ৷
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ গত কয়েকদিনে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে। যা যথেষ্ট চিন্তার কারণ ৷ এই অবস্থায় ফ্যাভিপিরাভির ওষুধ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার ছাড়পত্র পেয়েছে ৷ কভিড–১৯ চিকিৎসায় এখনো পর্যন্ত সরকারি ভাবে ফ্যাভিপিরাভির এবং রেমডেসিভির সমৃদ্ধ অ্যান্টিভাইরাল ওষুধগুলোকে ছাড়পত্র দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]