ভারতে গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৬৩২ জন। যা গতকালের (শনিবার) তুলনায় ১২ শতাংশেরও বেশি।
রোববার (৯ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৫৫২ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৩ জন। এখন পর্যন্ত ভারতের ২৭টি রাজ্যে ওমিক্রন ছড়িয়েছে।
এছাড়া ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৭৯০ জন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com