রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া ॥ দেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। দেশের সংস্কৃতি, সামজিক রীতি-নীতি এবং সার্বিক জীবন প্রবাহ কৃষিকে কেন্দ্র করে আবর্তিত হয়। কৃষি বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশের ১৮.৫ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ পুষ্টি নিয়ে ভাবছে। এমন সময় মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের তেরাইল ব্লকের তেরাইল, অলিনগর, মহব্বতপুর, দূর্লভপুর গ্রামে নতুন নতুন ফলের জাত আলু বোখারা, জাবাটিকাবা, শরিফা, এলাচ চাষ বৃদ্ধি পাচ্ছে। নিরাপদ ফল ও সবজী উৎপাদনের লক্ষে ভ্রাম্যমান কৃষি হসপিটালের মাধ্যমে জৈব কৃষির বিস্তার লাভের নিয়মিত পরামর্শ প্রদান করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বকুল হোসেন। তেরাইল ব্লকের আয়তন ১ হাজার ৫০ হেক্টর জমি। বসত ভিটার ৫৫ হেক্টর অব্যবহৃত জায়গায় পুষ্টিকর সবজি বাগানের পরিণত করেন। ভ্রাম্যমান কৃষি হসপিটারে মাধ্যমে এলাকার কৃষাণীরা অতি সহজে পরামর্শ নিয়ে পেয়ারা, ডালিম, বেদানা, বেল, আম সহ বিভিন্ন প্রকার ফল ও শাকসবজির মধ্যে ১০ হেক্টর জমিতে লাউ চাষ করে ৮শ’ টন লাউ, ৫ হেক্টর জমিতে করলা চাষ করে ১শ’ টন করলা, ৫ হেক্টর জমিতে শষা চাষ করে ২শ’ টন শষা, ৫ হেক্টর জমিতে টমেটো চাষ করে ৫শ’ টন টমেটো, ৭ হেক্টর জমিতে মুলা চাষ করে ২শ’ ৪৫ টন মুলা, ৩ হেক্টর জমিতে পালং চাষ করে ১শ’ ৮০ টন পালং, ১ হেক্টর জমিতে বরবটি চাষ করে ৬০ টন বরবটি, ৪ হেক্টর জমিতে লালশাক চাষ করে ৬০ টন লালশাক, ৫ হেক্টর জমিতে পেঁপে চাষ করে ৩শ’ ৫০ টন পেঁপে, ২ হেক্টর জমিতে গাজর চাষ করে ৪০ টন গাজর, ৩ হেক্টর জমিতে ফুলকপি চাষ করে ১শ’ ৫০ টন ফুলকপিসহ নিরাপদ সবজি উৎপাদন করেন। অলিনগর গ্রামরে কৃষাণী মাজেদা খাতুন, শেফালী, শ্যামলী, রুমা, চায়না বলেন ভ্রামমান কৃষি হসপিটালের মাধ্যমে ফল ও সবজির মাছি পোকা দমনের জন্য বিষটোপ তৈরি, অন্যান্য ক্ষতিকর পোকা দমনের জন্য জৈব বালাইনাশক তৈরির কৌশল শিখেছি। এ সকল পোকা দমন পদ্ধতির মাধ্যমে শাক সবজি ও ফলমুল উৎপাদন করে পরিবারের চাহিদা মিটায়। অন্যদিকে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব কৃষির বিস্তার ঘটিয়েছি। এ প্রক্রিয়ায় চাষাবাদের মাধ্যমে প্রতি মাসে ৬-৭ হাজার টাকা উপার্জন করছি। ভ্রাম্যমান কৃষি হসপিটালের উদ্যোক্তা বকুল হোসেন বলেন জৈব কৃষির বিস্তার অতিদ্রুত গ্রামীণ জনগোষ্ঠীর দাড়প্রান্তে পৌছানোর লক্ষ্যে ভ্রম্যমান কৃষি হসপিটালের মাধ্যমে পরামর্শ প্রদান করে যাচ্ছি। ফলে গ্রাম অঞ্চলের মানুষ কম খরচে বিষ মুক্ত সবজি সল্পমেয়াদি নতুন নতুন জাতের ফল উৎপাদন করে পরিবারের চাহিদা মিটিয়ে কালেকশন পয়েন্টের মাধ্যমে বাজার জাত করে কৃষক কৃষাণীরা অর্থনৈতিক ভাবে স্বাম্ভলম্বী হচ্ছে।
|