বোরহানউদ্দীন ইউসুফ : হামদর্দ একটি ইউনিক বা আক্ষরিক অর্থে অনন্য প্রতিষ্ঠান। শুধু ইউনানী আয়ুর্বেদিক বা ন্যাচারাল মেডিসিনের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান হিসেবেই নয়; এর অনেকগুলো বিশেষত্ব এটিকে অন্যদের চেয়ে আলাদা ও ইউনিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছে।
ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মেঘনা সেতু সংলগ্ন গজারিয়ায় ফুলদি নদীর তীরে প্রতিষ্ঠিত হয়েছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এ ক্যাম্পাসের অভ্যন্তরে প্রতিষ্ঠিত হয়েছে একটি ত্রিমাত্রিক জেনারেল হাসপাতাল। বাংলাদেশে একমাত্র এখানেই রয়েছে একই হাসপাতালে অ্যালোপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক পদ্ধতির সমন্বিত চিকিৎসার ত্রিমাত্রিক ব্যবস্থা। নিঃসন্দেহে এটি একটি অনন্য নজির। হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াকফ প্রশাসক সাজ্জাদ হোসেন। যেহেতু হামদর্দ একটি ওয়াক্ফ প্রতিষ্ঠান। তাই এ ক্ষেত্রে তাঁর মূল্যায়ন শুধু গুরুত্বপূর্ণই নয- তাৎপর্যপূর্ণও বটে! তিনি বলেন- দেশে নথিভূক্ত ওয়াক্ফ প্রতিষ্ঠানের সংখ্যা ২৪ হাজারেরও বেশি। এর বাইরেও অনেক ওয়াক্ফ প্রতিষ্ঠান রয়েছে। সকল প্রতিষ্ঠানের মধ্যে যে কোন বিবেচনায় সেরা ও অন্যদের জন্য অনুকরণীয় প্রতিষ্ঠান হলো হামদর্দ।
বলছিলাম- হামদর্দ কেন ইউনিক বা অনন্য। বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির সেমিনারে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে ন্যাচারাল মেডিসিনের জগতে একমাত্র হামদর্দ ওষুধের গুণগত মান রক্ষা করে উৎপাদন এমনকি নির্ধারিত এমআরপিতে বিক্রির নজির স্থাপন করেছে। যারা ভাবছে এটা সম্ভব না- তাদের সামনে হামদর্দ একটি বড় দৃষ্টান্ত।
হামদর্দ কেন ইউনিক প্রতিষ্ঠান? কারন এ প্রতিষ্ঠানের পেছনে রয়েছে একজন নিবেদিত প্রাণ আলোকিত ব্যক্তিত্বের বরকতময় হাতের ছোঁয়া। তিনি দায়দেনায় জর্জরিত, লে-অফ ঘোষিত প্রতিষ্ঠানকে কর্মীবান্ধব করে ধীরে ধীরে সাফল্যের চুঁড়ায় নিয়ে আসেন। এ আলোকিত মানুষ এই সেক্টরকে আলোকিত করেন। ইউনানী আয়ুর্বেদিক সেক্টর কিংবা বৃহত্তর স্বাস্থ্য শিক্ষাখাতের কথাই বলি কিংবা শিল্প ও কর্মসংস্থানের কথা বললে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার কথা আসবে। জানা যাবে তার দীপ্তি ছড়ানোর কথা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]