গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ৫৫৫ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৮৮ জনের।
বুধবার (১৫ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৭২৩ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৪ হাজার ৪৯ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১২৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ১৮৯ জন। একই সময়ে উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮১০ জন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু ২ জনের।
জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৯ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৭৯ জন এবং শনাক্ত হয়েছে ৭২ হাজার ১৪০ জনের। ইতালিতে আক্রান্ত ৩৯ হাজার ৪৭৪ জন এবং মৃত ৭৩ জন। রাশিয়ায় আক্রান্ত ২ হাজার ৭৯৭ জন এবং মৃত্যু ৬১ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৬৫ হাজার ৪২৫ এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের। ব্রাজিলে মৃত ১৭৪ জন এবং আক্রান্ত ৪৫ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৩১ জন এবং আক্রান্ত ২৫ হাজার ৫৮৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com