আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে আমদানি করা গম রপ্তানি চার মাসের জন্য নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে একটি আদেশ জারি করেছে উপসাগরীয় দেশটি। শস্য উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বড় দেশ ভারত। বুধবার (১৫ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আমিরাতের অর্থমন্ত্রণালয় জানায়, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভারত এখনো আমিরাতে গম রপ্তানি অব্যাহত রেখেছে।
চলতি বছরের ১৪ মে হঠাৎ করে গম রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে ভারত। তবে যারা নিষেধাজ্ঞার আগে লেটার অব ক্রেডিট ইস্যু করেছে ও যেসব দেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অনুরোধ করেছে সেসব দেশে রপ্তানি করছে ভারত। এরপর থেকে ভারত চার লাখ ৬৯ হাজার ২০২ টন গম রপ্তানি করেছে।
আমিরাতের অর্থমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের স্থগিতাদেশ শুরু হওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে আনা ভারতীয় গম রপ্তানি বা পুনরায় রপ্তানি করতে ইচ্ছুক কোম্পানিগুলোকে প্রথমে আবেদন করতে হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি হয়েছে। দেশ দুইটির মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষে পণ্যের ওপর শুল্ক বাতিল করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com