নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী পিভিএম, প্রধান বক্তা হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী ও স্বাগত বক্তব্য দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভীন আক্তার।
সমাবেশে ঘোড়াঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসাইন, নবাবগঞ্জ উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিল, উপজেলার ৯টি ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com