মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।
১৯ জুন ২০২২, রোববার। ৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
ঘটনা ১৮৭৭- ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়। ১৯৫৩- গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড। ১৯৬১- কুয়েত স্বাধীনতা লাভ করে। ১৯৬৮- পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু।
জন্ম ১৬২৩- ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক দার্শনিক ব্লেজ পাস্কাল। ১৯০১- প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ রাজচন্দ্র বসু। ১৯৪৭- বৃটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক আহমেদ সালমান রুশদি। ১৯৮৫- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কাজল আগরওয়াল।
মৃত্যু ১৯০৭- সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ উমেশচন্দ্র দত্ত। ১৯১৯- ঊনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি অক্ষয় কুমার বড়াল। ১৯৮১- ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নল-জাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়। ১৯৮২- ভারতের স্বাধীনতা সংগ্রামী নলিনী দাস।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com