নালিতাবাড়ীতে আবহাওয়ার পূর্বাভাস জেনে চাষাবাদ করার জন্য অবহিত রোভিং সেমিনার অনুষ্ঠিত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি আবহাওয়ার তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকসেদুর রহমান লেবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীনা নালিতাবাড়ী উপ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মাহবুবুল আলম তরফদার,ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান ও মওদুদ আহমেদ প্রমুখ।
এ সময় সেমিনারে ৫০ জন কৃষক কৃষাণীকে www.bamis.gov.bd গিয়ে আবহাওয়ার পূর্বাভাস জেনে চাষাবাদ করার জন্য অবহিত করেন ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com