নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) প্রকল্পের বিল বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুন) বেলা ১২টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক টিআর প্রকল্পের সভাপতি ও সম্পাদকের হাতে এ বিল তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে বিল বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য ৭৩ টি প্রকল্পের ৬৩ লক্ষ ২০ হাজার টাকার বিল বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com