অনলাইন ডেস্ক : রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটের ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে সোমবার (২০ জুন) বিকেল ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে যায়। এর কিছুক্ষণ পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ হয়ে প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com