বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় ভয়াবহ বন্যার পানিতে ডুবে দুই বোন’সহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ জুন) সকালে নিজের গৃহপালিত গরু অন্যত্র নিয়ে যাওয়ার সময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন দৌলতপুর ইউনিয়নের সিংরাওয়ালি গ্রামের কৃষক আলতাফুর রহমান (৪৫)। ওই দিন বিকেলে গ্রামের অন্যপাশ থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল হান্নান নামের একজন ব্যাংক কর্মকর্তা।
এদিকে বিয়ের সেন্টার থেকে বাড়ি ফেরার পথে বন্যার পানির ¯্রােতে নৌকা ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের মতকিন আলী (৪৮) এর স্ত্রী লিমা বেগম (৩৫) ও তার শালিকা সীমা বেগম (২৩) গ্রামের খালে নৌকা ডুবিতে তারা মারা যান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com