৩৩ বছরের বর্বরতায় ৪০,০০০-এরও বেশি কাশ্মীরিকে উদ্বাস্তু হিসাবে জীবনযাপন করতে বাধ্য করেছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে, ভারতীয় সৈন্যরা তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের অব্যাহত কর্মকাণ্ডে, গত দুই দিনে একটি জাল এনকাউন্টারে চারজন সহ সাত কাশ্মীরি যুবককে শহীদ করেছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের মতে, স্থানীয়রা বলেছেন যে সৈন্যরা চার যুবককে গ্রেপ্তার করেছে এবং পরে কুপওয়ারা জেলায় তথাকথিত কর্ডন এবং অনুসন্ধান অভিযানের আড়ালে একটি জাল এনকাউন্টারে তাদের হত্যা করেছে। সোমবার পুলওয়ামা জেলার চাতাপোরা এলাকায় সেনাদের হাতে আরও এক যুবক শহীদ হয়েছেন। রবিবার কুলগাম জেলার ডিএইচ পোরা এলাকায় সেনাদের হাতে দুই যুবকও শহীদ হয়েছেন। কুপওয়ারায় ভারতীয় সেনাদের হাতে যুবকদের হত্যার প্রতিবাদে শোপিয়ান জেলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। ভারতীয় সেনারা বিক্ষোভকারীদের উপর টিয়ারগ্যাস শেল সহ নৃশংস শক্তি ব্যবহার করে যার ফলে বেশ কয়েকজন আহত হয়। এদিকে, কাশ্মীর উপত্যকার একাধিক স্থানে ভারতের ভয়ঙ্কর জাতীয় তদন্ত সংস্থার অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ন্যাশনাল কনফারেন্সের নেতা হাসনাইন মাসুদি শ্রীনগরে এক বিবৃতিতে মোদী সরকারকে ভারত ও অধিকৃত জম্মু ও কাশ্মীরের কারাগারে বন্দী বন্দী কাশ্মীরি যুবকদের মুক্তি দিতে বলেছেন। বিশ্ব শরণার্থী দিবসে কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছরের ভারতীয় বর্বরতা ৪০,০০০-এরও বেশি কাশ্মীরিকে তাদের বাড়িঘর ত্যাগ করতে এবং অধিকৃত অঞ্চলের বাইরে শরণার্থী হিসাবে বসবাস করতে বাধ্য করেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com