বাঘাইছড়িতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ২ যুবকের মৃত্যু
জেলা প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাছ ধরতে গিয়ে কাচালং নদীতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ও রুপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মাচালং মন্দির পাড়া এলাকার কালাধন চাকমার ছেলে সুকর চাকমা (৩২) ও রুপকারী এলাকার গোলাছড়ি গ্রামের শ্রিবক্স চাকমার ছেলে চিরজ্যোতি চাকমা (৪২)।
স্থানীয়রা জানান, ওই দুই যুবক বুধবার মাছ ধরতে কাচালং নদীতে যান। পরে স্রোতে দুজন নদীতে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার জানান, নদীতে মাছ ধরতে গিয়ে দুই যুবক নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ ভেসে উঠে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com