গোয়ালন্দে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জেলা প্রতিনিধি : রাজবাড়ী গোয়ালন্দের ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (২৫ জুন) দিনগত রাত সোয়া ১০ টার দিকে নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোয়ালন্দ ঘাটগামী দ্রুত গতির একটি ট্রাক বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। আহতাবস্থায় অপর দুইজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
ট্রাকটি জব্দ করা গেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com