নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমির হোসেন, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়াও তার রুহের মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com