আন্তর্জাতিক ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বহনকারী কফিনের শোভাযাত্রার পেছনে অংশ নেবেন প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি। একসঙ্গে তাদের দুজনকে হেঁটে যেতে দেখা যাবে। স্থানীয় সময় বুধবার লন্ডনে ওই শোভাযাত্রায় অংশ নেবেন তারা।
এর আগে স্কটল্যান্ডের এডিনবরা থেকে রানির মরদেহ লন্ডনে আনা হয়। বর্তমানে রানির মরদেহ বাকিংহাম প্যালেসে রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তার মরদেহ নিয়ে একটি গাড়িবহর বাকিংহাম প্যালেসে পৌছায়।
বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার হলে পায়ে হেঁটে রানির কফিনের পেছনে পেছনে যাবেন যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লস, প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি।
রাজা তৃতীয় চার্লসের তিন ভাইবোন প্রিন্স অ্যানে, প্রিন্স অ্যান্ড্রিউ এবং প্রিন্স এডওয়ার্ডও এই শোভাযাত্রায় অংশ নেবেন। যুক্তরাজ্যের বর্তমান কুইন কনসোর্ট ক্যামিলা, প্রিন্স অব ওয়েলস ক্যাথেরিন, কাউন্টেস অব ওয়েসেক্স সোফি এবং ডাচেস অব সাসেক্স মেগান গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নেবেন।
কফিন বহন করবে রাজকীয় অশ্বারোহী গোলন্দাজ বাহিনীর একটি ঘোড়ায় টানা গাড়ি। রানিকে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখার জন্য।
শেষকৃত্যের আগে চারদিন সেখানে রানি রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবেন। পুরো শোভাযাত্রা চলাকালে এক মিনিট পরপর হাইড পার্ক থেকে তোপধ্বনি করা হবে।
ওয়েস্টমিনস্টার হলে গিয়ে শোভাযাত্রাটি শেষ হওয়ার কথা ব্রিটেনের স্থানীয় সময় বেলা তিনটায় বুধবার স্থানীয় সময় বেলা এগারোটা থেকেই সাধারণ মানুষের জন্য এসব এলাকা উন্মুক্ত থাকবে।
কফিনটি নির্দিষ্ট স্থানে রাখার পর রাজা এবং রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রার্থনা পরিচালনা করবেন আর্চবিশপ অব ক্যান্টারবারি। তার সঙ্গে থাকবেন ডিন অব ওয়েস্টমিনস্টার।
প্রার্থনা শেষে রাজপরিবারের সদস্যরা গাড়িতে করে সেখান থেকে চলে যাবেন। স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে জনসাধারণকে শ্রদ্ধা জানানোর জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। বুধবার থেকে শেষকৃত্যের দিন ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর সাড়ে ৬টা পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে রানি রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবেন।
৭০ বছরের বেশি সময় দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে ছিলেন। এই দীর্ঘ সময় ধরে তিনি ব্রিটেনের জনগণের প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা যান।
|