হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুক্রবার সকালে উপজেলা সদরে পাকা রাস্তার উপর শত বছরের পুরোনো আম গাছের ডাল ভেঙ্গে পাকা রাস্তার উপর পরলে এসময় শিশুসহ তিন জন গুরুত্বর ভাবে আহত হয় । আহতরা হলো ওই গাছের নিচে সরকারী জায়গায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর এর স্ত্রী মোমেনা খাতুন(৬০) ও একই জাগায়গায় বসবাস কারী মৃত সামসুলের স্ত্রী সাদেনুর(৬০) কামালের শিশু কন্যা সিমা আক্তার(৮)। আহতদের হরিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফাড করা হয়। সে খানে চিকিৎসারত অবস্থায় মোমেনা খাতুন বিকালে মারা যায় বলে তার পরিবার সূত্রে জানা যায়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাতটায় হরিপুর উজেলা সদরে সরকারী আম বাগানে পাকা রাস্তার পাশে। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা ঘটনাস্থল পরির্দশন করে আহতদের চিকিৎসার বিষয়ে আর্থিক সহযোগীতা ও খোজ খবর নিয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com