নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তার্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। বুধবার(২১ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি সংস্থা ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)‘র আয়োজনে তাদের দাউদপুর অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার দাউদপুর-ভাদুরিয়া সড়ক প্রদক্ষিন করে দাউদনগর আদিবাসী উন্নয়ন ফোরাম কেন্দ্র মাঠে এসে শেষ হয়। পরে সেখানে সিসিডিবি দাউদপুর অফিসের ব্যবস্থাপক হরিসাধন রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ, ওসি তদন্ত মমিনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, সমবায় কর্তকর্তা নাসিমুল হক, সিসিডিপি‘র সিবিপিপি প্রকল্পের সম্বনয়কারী ও হোপ ফাউন্ডেশনের ব্যবস্থাপক কালিপদ, কর্মসুচী কর্মকর্তা পাতরাস মুর্মু সহ সিসিডিবি‘র বিভিন্ন প্রকল্পের উপকারভোগী কর্মসুচীতে উপস্থিত ছিলেন। শেষে আদিবাসী শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সংস্থাটি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com