গহীন অরণ্যে প্রশাসন ও বনবিভাগের অভিযানে ১০ একর বনভূমি জবরদখল মুক্ত এবং ড্রেজার মেশিন সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ
আবু সায়েম, কক্সবাজার : কক্সবাজার দক্ষিণ বনবিভাগ ও উখিয়া উপজেলা প্রশাসন গহীন অরণ্যে যৌথ অভিযান চালিয়ে থাইংখালী বিটের চাদের খোলা এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে উখিয়া থানার ওসি শেখ মোঃ আলী এবং উপজেলার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমসহ ৪০ থেকে ৫০ জনের একটি টিমের সহযোগিতায় ১০ একর বনভূমি জবরদখল মুক্ত, ৩ টি ড্রেজার মেশিন সহ ২ টি দেশীয় বন্দুক এবং বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি। ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার )বিকেল ৪ টায় উখিয়া উপজেলার থাইংখালী বিটের চাদের খোলা এলাকার গহীন অরণ্যে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা এবং স্টাফদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে জবরদখলকৃত ১০ একর জায়গা উচ্ছেদ করে জবরদখল মুক্ত করা হয়।বিষয়টি অবগত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধভাবে জায়গা জবরদখলের দায়ে অভিযান চালিয়ে ১০ একর জমি উদ্ধার করা হয়েছে ।এসময় ৩ টি ড্রেজার মেশিন, ২ টি দেশীয় বন্দুক, দা খোন্তা সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
উখিয়া রেঞ্জ অফিসারের দাবি গহীন অরণ্যে সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে আস্তানা হিসেবে গড়ে তুলেছে ঐ এলাকার মৃত হাবিব মেম্বারের পুত্র রাসেল।এলাকায় ডাকাত হিসেবে পরিচিত রাসেল সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে ড্রেজার মেশিন দিয়ে পাহাড় কেটে বালি ও মাটি উত্তোলন করে আসছিলো।সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com