রেললাইনের ওপর বন্ধ হয়ে যায় ভটভটি, চলন্ত ট্রেনের ধাক্কা
অনলাইন ডেস্ক : দিনাজপুরের বিরল উপজেলায় চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে আলুর বস্তাবাহী ভটভটি। ট্রেনের সামনের লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার ২০ মিনিট পর মঙ্গলপুর স্টেশনে গিয়ে ট্রেনের নষ্ট হওয়া লাইট মেরামত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, ইঞ্জিনচালিত একটি ভটভটি ৭০ থেকে ৮০ বস্তা আলু নিয়ে রেল ক্রসিংয়ের লাইনের ওপর উঠতেই হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় ভটভটির চালক ও সহযোগী ট্রেন আসতে দেখে ঘটনাস্থল থেকে সরে যান। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটির সামনের লাইটের ক্ষতি। পরে মঙ্গলপুর স্টেশনে গিয়ে ট্রেনটির ক্ষতিগ্রস্ত লাইটটি মেরামত করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com