সাপাহারে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩ টি করে শিশুতোষ বই প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ
জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুতোষ বই বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৯৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা আন্দোনল, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩ টি করে শিশুতোষ বই প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এর আগে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, সহকারী শিক্ষা অফিসার রোস্তম আলী ও সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন জানান, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ টি করে শিশু শিক্ষার্থীদের পড়ার উপযোগী বই দেওয়া হচ্ছে। যাতে প্রাথমিকের ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীরা ছোট থেকেই ভাষা আন্দোনল, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে গড়ে তুলতে পারে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com