অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কয়েকদিন আগেই ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে স্বামীকে নিয়ে দুবাই গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে ৮ জানুয়ারি দেশে ফিরেছেন তিনি।
মিম দেশে ফিরেই কিছুদিন বিশ্রাম নিয়ে এরইমধ্যে উড়াল দিয়েছেন কলকাতায়। সোমবার (১৬ জানুয়ারি) অভিনেত্রীর নতুন সিনেমা ‘মানুষ’ শুটিংয়ে অংশ নিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী।
ছবিটি নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। আর সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। সেই সঙ্গে এই ছবির প্রযোজনাও করেছেন তিনি।
ছবি প্রসঙ্গে মিম জানান, বেশ কয়েক বছর বিরতি শেষে আবারও জিৎ দা’র সঙ্গে নতুন ছবিতে কাজ করছি। এ সিনেমার গল্প, আমার চরিত্র সবই এক কথায় খুবই চমৎকার।
তবে এবারের লটেই অভিনেত্রীর শুটিং শেষ হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে শুটিংয়ের জন্য ফের কলকাতায় যেতে হবে তাকে। আর প্রথম লটের শুটিং চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com