শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় অভিনেত্রী পল্লবী যোশী। শুটিংয়ের সময় গাড়ির ধাক্কায় আহত হয়েছেন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে ভালো আছেন এই অভিনেত্রী।
হায়দ্রাবাদে ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’ ছবির শুটিং করছিলেন পল্লবী। সেই শুটিং সেটেই এই দুর্ঘটনার শিকার হন তিনি। ছবিটি নির্মাণ করছেন বিবেক অগ্নিহোত্রী।
ছবির ইউনিটের পক্ষ থেকে জানা গেছে, হায়দ্রাবাদে সিনেমার শুটিং চলাকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীকে সজোরে ধাক্কা মারলে এতে আহত হন পল্লবী। তবে আঘাত পেলেও শুটিং বন্ধ করেননি তিনি। শুটিং শেষ করার পরেই হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন এই অভিনেত্রী। এ ছাড়া তার আঘাত তেমন গুরুতর নয় বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
এই বিষয়ে নির্মাতা বিবেক টুইটে লিখেছেন, যারা সব দুর্ঘটনার পরও বেঁচে যান, উঠে দাঁড়ান এবং আবার ছুটতে শুরু করেন তারা ঠিক কোনো এক সময় তাদের লক্ষ্যে পৌঁছে যান।
করোনার সময় কীভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়াই করেছেন সেই গল্পই দেখানো হবে ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’ ছবিতে। সেই সঙ্গে কোভিড-১৯ এর টিকা আবিষ্কারও দেখানো হবে এই সিনেমাতে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com