গার্ডিয়ান লাইফ ও সিটিজেনস ব্যাংক পিএলসি এর মধ্যে চুক্তি সাক্ষরিত
অনলাইন ডেস্ক : সম্প্রতি, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও সিটিজেনস ব্যাংক পিএলসি এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর পুলিশ প্লাজায় গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তিসাক্ষর অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ চুক্তির শর্তানুযায়ী, সিটিজেনস ব্যাংকের রিটেইল বিজনেস এর ঋণ গ্রহীতারা গার্ডিয়ান লাইফের জীবন বীমা সুবিধার আওতায় থাকবেন।
গার্ডিয়ান লাইফের সিইও, শেখ রকিবুল করিম, এফসিএ, এবং সিটিজেনস ব্যাংক পিএলসি এর এমডি ও সিইও, মোহাম্মদ মাসুম তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সদস্যদের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহমেদ ইশতিয়াক মাহমুদ, এক্সিকিউটভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান-ব্যাঙ্কাস্যুরেন্স, মাশফিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট- ব্যাঙ্কাস্যুরেন্স ও সামীউর রহমান মেহেদী, ভাইস প্রেসিডেন্ট-ব্যাঙ্কাস্যুরেন্স এবং সিটিজেনস ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোহাগ মিয়াঁ, বিভাগীয় প্রধান-রিটেইল ব্যবসা সহ প্রতিষ্ঠানদ্বয়ের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com