গাইবান্ধা প্রতিনিধি : "দশ পেরিয়ে এগারোতে পদার্পন-সবার সাথে এশিয়ান টেলিভিশন” এ শ্লোগান নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও পলাশবাড়ী প্রেসক্লাব যুগ্মসাধারন সম্পাদক মাসুদার রহমান মাসুদ এর আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে আলোচনা সভা, কেক কর্তন ও বনার্ঢ্য র্যালীর মধ্যদিয়ে ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়।
এ সময় পলাশবাড়ি প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদে চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ার এসএম রফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুহঃ মাহতাব হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব সেকেন্দার আলী আকন্দ, রিপোটাস ইউনিটির আশরাফুল ইসলাম মহিলা আওয়ামীলীগ সভাপতি ছাবিনা ইয়সমিন ঝুনু, জাতীয় শ্রমিকলীগ সাবেক সাধারণ সম্পাদক মাহমুজ্জামান প্রান্ত, যুবলীগ নেতা রেজাউল করিম লালু, ছাত্রলীগ নেতা জাকির হোসেন তমাস,মহিলা যুবলীগ নেত্রী কল্পনা বেগমসহ অন্যরা।
এসময় সাংবাদিক শহিদুল ইসলাম,ফজলুল হক দুদু,আবুল কালাম আজাদ রবিউল ইসলাম রুবেল, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহেল রানা, শাহারুল, মাসুদ রানা, মিজানুর রহমান মিলন,লুৎফর রহমান ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। ।
|