আন্তর্জাতিক ডেস্ক : উত্তর অস্ট্রেলিয়ার রেইনফরেস্টে একটি বিশাল আকারের ব্যাঙ খুঁজে পেয়েছেন বনকর্মীরা। ব্যাঙটির আকার-আকৃতি এতটাই বড় যে বন্যপ্রাণী কর্মকর্তারা এটিকে প্ৰথমে নকল বলে মনে করেন। এই টোড প্রজাতির ব্যাঙটিকে ‘টোডজিলা’ বলা হয়।
কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগ শুক্ৰবার (২০ জানুয়ারি) জানিয়েছে, বড় আকারের ব্যাঙটি সাধারণ ব্যাঙের থেকে ছয় গুণ বড় এবং এটির ওজন ২ কেজি সাতশ গ্রাম। বনকর্মীরা মনে করছেন এটি বিশ্বরেকর্ড ভাঙতে পারে।
১৯৩৫ সালে অস্ট্রেলিয়ায় প্রথম পাওয়া যায় এ ধরনের ব্যাঙ। এখন তাদের সংখ্যা দুশো কোটির বেশি।
পার্ক রেঞ্জার কাইলি গ্রে কুইন্সল্যান্ডে টহল দেওয়ার সময় বিশাল উভচর প্রাণীটিকে প্রথম দেখতে পান। তিনি বলেন, ‘আমি কখনই এতো বড় ব্যাঙ দেখিনি। এটি দেখতে প্রায় একটি ফুটবলের মতো। আমরা এটিকে টোডজিলা বলে ডাকি।’
তার দল দ্রুত টোডজিলাকে ধরে ফেলে এবং জানতে পারে এটি স্ত্রী ব্যাঙ।
১৯৯১ সালে প্রিন্সেন নামে সুইডেনের একটি পোষা ব্যাঙের ওজন ছিল ২ কেজি ৬৫ গ্রাম। বৃহত্তম ব্যাঙ হিসেবে বর্তমান গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে এটি।
গ্রে বলেছেন, দৈত্য আকারের ব্যাঙটি সম্ভবত পোকামাকড়, সরীসৃপ ও ছোট স্তন্যপায়ী প্রাণীদের খেয়ে ফেলতো।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com