‘বাংলার মাটিতে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না’
মিয়া আবদুল হান্নান : সরকার পরিকল্পিতভাবে বৈশ্বিক সংকট মোকাবিলা করছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, মানুষ কিছুটা কষ্টে আছে সেটা বিশ্বাস করি। তবে এ সংকট কেটে যাবে। আজ ২১ জানুয়ারি শনিবার রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচরে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।,বীর মুক্তিযুদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় কামরাঙ্গীরচর থানা কৃষক লীগ গণসংবর্ধনার আয়োজন করেন।
উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দ্রব্যমূল্য নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার করছে। বিশ্বের উন্নত দেশগুলোতেও বিদ্যুতের দাম বেশি। কৃষক ও কৃষিকে বাঁচাতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশে যাতে খাদ্যসংকট না হয় সেজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরো বলেন, ১/১১ কুশীলবরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। তারা অনির্বাচিত সরকার ক্ষমতায় আনতে চায়। তারা দেশকে ধ্বংস করতে চায়। দেশকে পিছিয়ে দিতে চায়। কিন্তু সরকার চায় স্মার্ট বাংলাদেশ গড়তে। বিএনপির সমালোচনা করে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি সন্ত্রাসী দল। জঙ্গিগোষ্ঠীকে মদদ দিয়ে মাঠে নামানোর চেষ্টা করছে তারা। কিন্তু গ্যাস বা বিদ্যুৎ যা কিছু নিয়েই বিএনপি আন্দোলন করুক না কেন, তাদের আন্দোলন কখনো সফল হবে না। দেশের জনগণ আজ বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদের সব আস্ফালন আওয়ামী লীগ ব্যর্থ করে দেবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর কখনও বাংলার মাটিতে আসবে না। শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি নির্বাচনে অংশ নেবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com