কক্সবাজার টেকনাফের বাহাড়ছড়া পাহাড়ি পাদদেশ থেকে মোহাম্মদ (২০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১ টার দিকে বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর হুসনে মোবারক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি পেশায় একজন অটোরিকশা চালক এবং হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকার বাদশাহ মিয়ার ছেলে।
জানা গেছে, গত ১২ জানুয়ারি অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেননি। পরে তার পরিবার সম্ভাব্য বিভিন্ন জায়গায় খজাখুঁজি করেও কোনও খোঁজ পাননি। অবশেষে প্রায় ৯দিন পরে তার মরদেহ পাওয়া গেছে পাহাড়ের পাদদেশে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান জানান, অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com