জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসে অগ্নি সংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।
নিহত তিন মোটরসাইকেল আরোহী হলেন, মাইনুদ্দিন (৩৫), সৌরভ (১৬), তাবাসসুম (৮)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী স্টারলাইন পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে তিন আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com