কক্সবাজার প্রতিনিধি : রাতের আঁধারে দুর্বৃত্তদের কর্তনকৃত শতবর্ষী গর্জন গাছ জব্দ করেছে কক্সবাজার উত্তর বনবিভাগ। কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটের২০২০-২০২১ সনে সৃজিত এফ.জি.এস বাগানের স্যাম্পল প্লটে দুর্বৃত্তরা গাছ কেটে পাচার করার সময় কর্তনকৃত গাছ জব্দ করেছে বনকর্মীরা। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাছ পাচারকারীরা পালিয়ে জঙ্গলে আত্নগোপন করে। এসময় সদ্য কর্তনকৃত ৪০ ঘনফুট গর্জন গোল কাঠ জব্দ করে ঈদগাঁও রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
১৬ জানুয়ারি (সোমবার) গভীর রাতে দুর্বৃত্ত কর্তৃক ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটে এফ. জি. এস বাগানে শতবর্ষী গর্জন গাছ কর্তনের ঘটনা ঘটে।
ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা মংয়ু মারমা বলেন, প্রতিদিনের মতো ঈদগাঁও ও ঈদগড় সড়কে টহল প্রদান কালে গাছ কাটার শব্দ শুনে বাগানের দিকে এগিয়ে গেলে গাছ পাচারকারীরা গাছ কেটে পালিয়ে যায়। অভিযানে দুর্বৃত্তদের কর্তৃক কর্তনকৃত ৪০ ঘনফুট গর্জন গাছ জব্দ করি। গাছ পাচারকারীরা গাছ কেটে জঙ্গলে আত্নগোপন করায় কাউকে আটক করতে পারি নি। গাছ কাটার সাথে জড়িতদের চিহ্নিত করে বন আইনে মামলা দায়ের করা হবে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বনজসম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।বনবিভাগের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে । অবৈধভাবে পাহাড়ি মাটি ও কাঠ পাচার রোধে বনবিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে । সরকারি সম্পদ রক্ষার্থে বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com