গত ২১ জানুয়ারি বিকেল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় গীতিকার ও লেখক বিশু শিকদার ওরফে সেলিম শিকদারের। নড়াইলের লোহাগড়ায় জন্ম এই গীতিকারের লেখা অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন নগর বাউল খ্যাত রকস্টার জেমস। গুণী গীতিকারের মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন এই ব্যান্ড তারকা।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামে যান জেমস। সেখানে গীতিকার বিশুর কবর জিয়ারত করেন। পরে পরিবারকে জানান, বিশুর দুই মেয়ে সঙ্গীতা সুকন্যা ও জিমের যাবতীয় দায়িত্বভার বহন করবেন তিনি।
বিশুর ভাই শাহ আলম শিকদার জানিয়েছেন, বিশু শিকদারের লেখা কিছু গান জেমসের কণ্ঠে বিখ্যাত হয়েছিল। নগর বাউলের সহযোদ্ধাও ছিলেন। বিশু ও জেমস যৌথভাবে অনেক গান রচনা করেছেন। জেমসের প্রকাশিত সর্বশেষ ‘আই লাভ ইউ’ গানটিও যৌথভাবে বিশু লিখেছেন।
‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম দিয়ে পথচলা শুরু তাদের। এছাড়া বিশুর লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে বিজলী, যদি এই শীতে, আমি তোমাদেরই লোক, সেলাই দিদিমনি, অবশেষে জেনেছি, তুফান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com