বিশিষ্ট লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা রচিত " উনিশ " শ " একাত্তর রক্ত স্নাত পাবনা " বইয়ের মোড়ক " উন্মোচন
ফজলুর রহমান খান: পাবনার আটঘরিয়ার কৃতি সন্তান বিশিষ্ট লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা রচিত উনিশ " শ " একাত্তর রক্ত স্নাত পাবনা " বইয়ের মোড়ক " উন্মোচন গত মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. কাজী কারুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সম্পাদক আব্দুল মতীন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ বুলবুল এর ছোট ভাই সুজানগর উপজেলার রাণীনগর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম পিযুষ,আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নেরশহীদ এমএ গফুর এর পুত্র লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, স্মরণে প্রজন্ম ৭১ পাবনার ভারপ্রাপ্ত সমন্ময়ক তোফাজ্জল হোসেন মামুন, ভাঁড়ারা গ্রামের শহীদ পরিবারের সন্তান রস্না শেখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আক্তারুজ্জামান জর্জ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]