সারাবিশ্বে প্রশংসা কুড়িয়েছে শাহরুখ অভিনীত ‘পাঠান’। নানা সমালোচনার মধ্যেও রেকর্ড গড়েছে ছবিটি। দীর্ঘ বিরতির পর পর্দায় বোমা ফাটিয়ে ফের সাফল্যের চূড়ায় বলিউড বাদশাহ।
রীতিমতো ছবিটি ঝড় তুলেছে বক্স অফিসে। ১০০০ কোটির ঘর ছাড়িয়ে গিয়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছেন ছবির নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। শোনা যাচ্ছে, প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতেও মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’।
জানা গেছে, আগামী ২৫ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। সেই সঙ্গে এতে সেন্সরকৃত দৃশ্যসহ পুরো ছবি দেখা যাবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, পাঠানের একটি দৃশ্য, যেটা প্রেক্ষাগৃহে চলাকালীন দেখানো হয়নি, হয়তো ওটিটিতে সেটা দেখা যাবে।
চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ অভিনীত ‘পাঠান’। মুক্তির পর শুরু থেকে শেষ দিন পর্যন্ত হাউসফুল হলগুলো। এখনও অনেক হলেই চলছে ছবিটি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com