আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক বাকঁখালী পত্রিকার প্রতিনিধি সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার ( ১১ মার্চ) সকাল ১০ টায় পত্রিকার প্রেস চত্ত্বরে জেলার প্রত্যেক উপজেলা প্রতিনিধিদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাকঁখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী।
প্রতিনিধি সমাবেশে বক্তারা বলেন, নীতি-নৈতিকতাকে সামনে রেখে আপোষহীন ভাবে কাজ করে যাচ্ছে দৈনিক বাঁকখালী। সত্য প্রকাশে আপোষহীনতার কারণে দৈনিক বাঁকখালী গণমানুষের পত্রিকা হয়ে দাঁড়িয়েছে। দৈনিক বাঁকখালীর যে আজকের এই অবস্থান তা শুধুমাত্র পাঠক,প্রতিনিধি, শুভানুধ্যায়ী, এবং হকারদের পরিশ্রমের কারণে অর্জিত হয়েছে। বক্তারা আরো বলেন, এই পত্রিকা গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করছে। সত্য প্রকাশে সর্বদা অবিচল থেকে বাঁকখালী পত্রিকা জেলার প্রথম সারির দৈনিক পত্রিকা হিসেবে রূপান্তরিত হয়েছে । সমৃদ্ধ মর্যাদাবান পত্রিকা হিসেবে এই পত্রিকার প্রতি গণমানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। সভাপতির বক্তব্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার কারণে দিন দিন এগিয়ে যাচ্ছে জেলার বহুল প্রচারিত দৈনিক বাঁকখালী। রাত দিন পরিশ্রমের মাধ্যমে সংবাদ পরিবেশন করে এই পত্রিকা পাঠকের হৃদয়ে স্থান দখল করে নিয়েছে। হাজার প্রতিকূলতাকে উপেক্ষা করে ব¯‘নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক বাকঁখালী পত্রিকা পাঠকপ্রিয়তা পেয়েছে। সফলতার এ ধারা অব্যাহত রাখতে তিনি উপস্থিত সকলকে সজাগ ও সতর্ক থেকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে পূর্বের ন্যায় দৈনিক বাঁকখালীর পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান।
এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও অনাচার চলছে। একজন সংবাদকর্মীকে সংবাদ প্র¯‘তের সময় মনে রাখতে হবে এর সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে। একজন সংবাদ কর্মীর উচিত প্রথমে নিজেকে রক্ষা করা। নিজেকে অনিরাপদ অব¯’ানে রেখে ঝুঁকি নিলে নিজেরই ক্ষতি হতে পারে। পৃথিবীর কোথাও এখন নিরাপদ সাংবাদিকতা নেই। তাই সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে সংবাদ পরিবেশন করতে হবে। প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিষ্ট নাছির উদ্দিন, বিশিষ্ট কলামিষ্ট ও রাজনীতিবিদ বদরুল ইসলাম বাদল,দৈনিক বাঁকখালীর চীফ রিপোর্টার আবু সায়েম, সিনিয়র স্টাফ রিপোর্টার মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ ফারুক, সিনিয়র সাংবাদিক জিকির উল্লাহ জিকু, স্টাফ রিপোর্টার রকিয়ত উল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি স্টাফ রিপোর্টার মোঃ আব্দুর রশিদ,চকরিয়া প্রতিনিধি কে,এম, নাছির উদ্দিন, লামা প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ রফিক, স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ও কম্পিউটার ইনচার্জ মোহাম্মদ নেছার, চকরিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ, উখিয়া প্রতিনিধি, আবদুল্লাহ আল আজিজ, পেকুয়া প্রতিনিধি মোহাম্মদ আজিজুল হক, ঈদগড় প্রতিনিধি, মোঃ রুমেল, নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, সার্কুলেশন ও বিজ্ঞাপন ম্যানেজার মোহাম্মদ জুবাইর।
|