মিয়া আবদুল হান্নান : জীবনের নিরাপত্তা, কর্মের সংস্থান, রিজিকের সমাধান এবং বিয়ে সিদ্ধান্তের বিষয় কোরআনুল কারিমে আছে ছোট্ট একটি দোয়া। ছোট্ট এ দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ এসব বিষয়ের সমাধান করেন। যে দোয়াটি করেছিলেন হজরত মুসা আলাইহিস সালাম। দোয়াটি হলো-
অর্থ: ‘হে আমার প্রভু! নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন; আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস: আয়াত ২৪)
ছোট্ট একটি দোয়ায় এতগুলো কাজের সমাধান কি সম্ভব? তিনিই মহান আল্লাহ যিনি অবস্থার আলোকে মানুষের বিভিন্ন প্রয়োজন পূরণ করে দেন।
একটু চিন্তা করুন!
যে গরম পানি ডিমকে শক্ত করে দেয়, সেই একই গরম পানিই আবার শক্ত আলুকে নরম করে দেয়। এটি মহান আল্লাহর কুদরতের মহানিদর্শন। তিনি চাইলে মানুষকে সাহায্য করতে পারেন।
তাহলে আপনার প্রয়োজন কী? আপনি কী চান? জীবনের নিরাপত্তা চান? কর্মের সংস্থান চান? রিজিকের সমাধান চান? এবং বিয়ে সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহর সাহায্য চান? তিনিই মহান রাব্বুল আলামিন। তিনি জানেন কখন কোন পরিস্থিতিতে কাকে সাহায্য করতে হবে, কার কি প্রয়োজন পূরণ করতে হবে। তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা।
সুতরাং মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। সঠিক সময়ে তিনি আপনার প্রয়োজন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com