সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ "রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে নওগাঁ দূর্নীতি দমন কমিশন ও সাপাহার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে "প্রতিরোধ নয়, দমনী দূর্নীতি নির্মূলের কার্যকরী উপায়" এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এতে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল হক মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশন নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নওশাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, অবসরপ্রাপ্ত শিক্ষক অধীর চৌধুরী প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com