বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বোচাগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন, ফয়সাল হাসান আহবায়ক তরিকুল ইসলাম সদস্য সচীব নির্বাচিত
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি না থাকায় এ উপজেলায় শিক্ষকদের কল্যানে স্বচ্ছ ও জবাবদিহী মূলক কমিটি গঠনের লক্ষে উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের আহবানে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়সাল হাসানকে আহবায়ক ও ছাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলামকে সদস্য সচীব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি কেন্দ্রীয় কমিটি হতে অনুমমোদন প্রাপ্ত হয়ে কমিটির নীতিমালা অনুসারে অতি দ্রুত সময়ে ইউনিয়নের শিক্ষকদের নিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ইউনিয়নেও গঠন করা হবে। উপজেলা কমিটি গঠনের জন্য একান্তভাবে সহযোগিতা কামনা করেছেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। উল্লেথ্য, দীর্ঘ ২০ বছর পর বোচাগঞ্জ উপজেলার সাধারন শিক্ষকরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি পেয়ে উচ্ছাস প্রকাশ করে কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com