পটুয়াখালীর কুয়াকাটায় মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রথম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
শনিবার (২০ মে) কুয়াকাটা নৌপুলিশের ইনচার্জ আখতার মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে লেম্বুর বন সংলগ্ন সমুদ্র থেকে এসব জাল জব্দ করা হয়।
ইনচার্জ আখতার মোর্শেদ জানান, শুক্রবার রাত ১২টা থেকে সমুদ্রে অভিযান শুরু করে কুয়াকাটা নৌপুলিশ। অভিযানে লেম্বুর বন সাগর মোহনা থেকে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। এ সময় কোনো জেলেকে আটক করা যায়নি। জব্দ করা জাল মহিপুরের খাপড়াভঙ্গা নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com