বীমা গ্রাহক মোহাম্মদ রানা মৃত্যু জনিত নমিনির নিকট ১লাখ ৫০ হাজার ৪শত ২৩ টাকার চেক হস্তান্তর
সিনিয়র স্টাফ রিপোর্টার : ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গ্রাহক সেবার বীমা করা কালিন সময়ে রাজধানী ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের মধ্য ধর্মশুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ রানা বীমা করা কালিন তার মা সাজেদা বেগমকে শতভাগ নমিনি প্রদান করেন। ১লাখ ৫০ হাজার টার্গেটে ১২ বছর মেয়াদে তিন মাস অন্তর অন্তর ৩ হাজার ১শত ২০ টাকা জমা প্রদান করে আসছে, মাত্র ৩ বছর মাষিক কিস্তি চালানোর সময় মোহাম্মদ রানা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মোহাম্মদ রানা মৃত্যু জনিত কারণে আজ ৬ জুন মঙ্গলবার বিকেল সারে ৫ টায় রুহিতপুর শাখা (তৃতীয় তলা) অফিস কক্ষে ডেল্ টা লাইফ ইন্সুইরেন্স লিমিটেড (গণ-গ্রামীণ বীমা লিমিটেড) রুহিতপুর শাখার ইউনিট ম্যানাজার একেএম ফজলুল হক জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন দৈনিক এশিয়া বাণী ইউনিট প্রধান- রুহিতপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মিয়া আবদুল হান্নান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেলটা লাইফ ইন্সুইরেন্স লিমিটেড সিনিয়র ম্যানাজার ( উন্নয়ন)ঢাকা-১,মোঃ আলী মোর্তজা, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ঢাকা-১, মুন্সী মিজানুর রহমান ও (ইউনিট) ম্যানাজার কেরানীগঞ্জ দক্ষিণ-গাজী ফরিদ আল মাসুম উপস্থিত থেকে গ্রাহক মোহাম্মদ রানার মৃত্যু জনিত কারণে তার মা একমাত্র নমিনির নিকট ১লাখ ৫০ হাজার ৪শত ২৩ টাকার চেক হস্তান্তর করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন ডেল্ টা লাইফ ইন্সুইরেন্স লিমিটেড( গণ গ্রামীণ বীমা লিমিটেড) রুহিতপুর ইউনিটের এফ এ ফরিদা পারভীন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
ডেল্টা লাইফ ইন্সুইরেন্স লিমিটেড (গণ গ্রামীণ বীমা লিমিটেড) প্রতিনিয়ত গ্রাহকসেবা নিশ্চিত ও উন্নত করতে সচেষ্ট,এই সংকটকালীন সময়ে গ্রাহক সেবা সুরক্ষিত থেকে ঘরে বসেই ডেল্টা লাইফের সুবিধাসমূহ পেতে পারেন। আপনাদের সেবায় আমরা সদাসর্বদা নিয়োজিত রয়েছি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com