সেতাবগঞ্জ চিনিকলে গ্রাচুয়িটির টাকার দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্রাচুয়িটির টাকার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল ৭ জুন বুধবার সকাল ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়ন অফিস হতে বের হয়ে বিক্ষোভ মিছিলটি চিনিকলের প্রধান ফটকে এসে জমায়েত হয়। এসময় তাদের গ্রাচুয়িটির প্রদানের লক্ষে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শ্রমিক- কর্মচারী পরিষদের আহবায়ক মোঃ আমজাদ হোসেন, সদস্য সচীব মোঃ আব্দুল হামিদ, সদস্য মোঃ আকতার হোসেন প্রমুখ। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা জানান, ২০১৬ সাল থেকে অত্র চিনিকলের অবসর প্রাপ্ত ২১৬ জন শ্রমিক কর্মচারীদের গ্রাচুয়িটির আনুমানিক ১২ কোটি টাকা পাওনা রয়েছে। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের প্রতিটি পরিবার সময়মত টাকা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে। তাই অনতিবিলম্বে গ্রাচুয়িটির টাকা পরিশোধের জন্য উর্ধতন কর্র্তৃপক্ষের কাছে দাবী জানান। পরে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালাক মোঃ হুমায়ুন কবীরের পক্ষে জিএম (প্রশাসন) ফয়জুলহক স্মারকলিপি গ্রহন করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com