বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধ : দিনাজপুরের বোচাগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্প আয়োজিত ও হেকস-ইপার এর সহযোগীতায় বাংলাদেশে বসবাসরত দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি বরুন চন্দ্র সরকার, সহ সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফরিদ হোসেন, আশিকুর রহমান, মোঃ রাসেল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সম্পাদক শামসুল আলম, আদিবাসী প্রতিনিধি মতি ঋষি, ঝর্না বাসফর, ইএসডিও বোচাগঞ্জ উপজেলা ম্যানেজার মোছাম্মত ঝর্না বেগম, মনিটরিং এন্ড ইভালুরেশন কো- অর্ডিনেটর মোস্তাকুর রহমান, ইকোনোামিক ডেভলপমেন্ট অফিসার মোঃ রওশন জামান চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা উপজেলায় বসবাসরত আদিবাসি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com