আখাউড়া স্থলবন্দরে বিকল্প উপায়ে যাত্রী পারাপার শুরু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সার্ভার জটিলতায় আটকেপড়া যাত্রীদের বিকল্প উপায়ে যাত্রী পারাপার শুরু করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২টার দিকে ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইমিগ্রেশনে সার্ভার জটিলতা শুরু হয়। পরে সকাল ৮টা থেকে দুপুর দুইটা পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ ছিল। এতে করে ভারত-বাংলাদেশগামী শত শত যাত্রী আটকে পরে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে।
ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকালে ইমিগ্রেশন সার্ভার ডাউন হয়ে যায়। এর ফলে যাত্রীদের আগমন ও বহির্গমন তথ্য সংরক্ষণ করা যাচ্ছিল না। বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা ইমিগ্রেশন করতে না পাড়ায় ওইপাড়ে যেতে পারছিলেন না।
তিনি আরও জানান, ভারতের আগরতলায় স্থলবন্দরে ইমিগ্রেশন শেষে বাংলাদেশে আসলেও, আখাউড়া বন্দরে ইমিগ্রেশন করতে না পাড়ায় যাত্রীরা আটকরা পড়েছেন। এ অবস্থায় যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। সার্ভার ঠিক না হওয়ায় এখন বিকল্প উপায়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com