ময়মনসিংহে ১৩০৬ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস ৫৫
অনলাইন ডেস্ক : এবারে এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে অংশ নিয়েছে ১ লাখ ২২ হাজার ৮৭২ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ শিক্ষার্থী। এবছর পাশের হার ৮৫.৪৯ শতাংশ। বোর্ডের ১৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস ৫৫টি প্রতিষ্ঠানে। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য।
শুক্রবার (২৮ জুলাই) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পাস ১ লাখ ৫ হাজার ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা, পিছিয়ে ছেলেরা। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৫৩ জন ও ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৪ জন।
এ বোর্ডে বিজ্ঞানে পাসের হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ, মানবিকে পাসের হার ৮৩ দশমিক ৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৮৮ দশমিক ৮৮ শতাংশ।
জেলা ভিত্তিক পাসের হার ময়মনসিংহে ৮৫ দশমিক ৬০ শতাংশ, নেত্রকোনায় ৮৩ দশমিক ০৮ শতাংশ, জামালপুরে ৮৬ দশমিক ৯৮ শতাংশ ও শেরপুরে ৮৬ দশমিক ০০ শতাংশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]