কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের হাজমপাড়া এলাকায় বনভূমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ২০১৭ সালে বনভূমির ওপর নির্মিত স্থাপনাকারী মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করে বনবিভাগ। মামলাটি আমলে নিয়ে আদালত আসামিকে জবরদখল ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা সরিয়ে না নেওয়ায় আদালত অভিযুক্তকে কারাগারে প্রেরণের আদেশ দেন। সেই সঙ্গে অবৈধ স্থাপনা ভেঙে বনভূমি উদ্ধার করার জন্য কক্সবাজার দক্ষিণ বনবিভাগকে নির্দেশ প্রদান করেন।
আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি দখল মুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশসহ বনবিভাগের কর্মীরা অংশ নেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]