বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি এক সপ্তাহ পিছিয়ে ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (১২ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সময় আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
আদালতে জামায়াতের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী আট সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন। পরে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দেন আদালত। জামায়াতের আইনজীবী এ জে মোহাম্মদ আলীর পক্ষে আইনজীবী মো. জিয়াউর রহমান সময় আবেদন করেন। এ সময় অপরপক্ষে ছিলেন তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা এবং নিবন্ধন বাতিল হওয়ার পরও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নিবন্ধন ফেরত চাওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ূন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি। এ আবেদনেরও শুনানি হবে একসঙ্গে।
আবেদনে বলা হয়, জামায়াতের নিবন্ধন বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায় এখন পর্যন্ত বহাল রয়েছে। রায় বহাল থাকাবস্থায় গত ১০ জুন জামায়াতে ইসলামী ঢাকায় সভা-সমাবেশ করেছে। উচ্চ আদালতের রায়ের পর দলটির এ ধরনের কর্মসূচি পালন বেআইনি ও একই সঙ্গে উচ্চ আদালতের রায়ের লঙ্ঘন। কারণ, রায়ে বলা হয়েছে- দল হিসেবে জামায়াতের নিবন্ধন সংবিধান ও গণ-প্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী। অতএব কোনোভাবেই দলটি সভা-সমাবেশ করার অনুমতি পেতে পারে না।
এ ছাড়া নিবন্ধন বাতিল হওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য। কিন্তু এরপরেও সভা-সমাবেশে দলটির নিবন্ধন দাবি করে বক্তব্য প্রদান আদালত অবমাননার শামিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের এক রিট আবেদনের প্রেক্ষিতে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন। এরপর এ রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল বিভাগে আবেদন করে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com